বাসস
  ২৯ আগস্ট ২০২৫, ১৭:৪৫

গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বিভিন্ন বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়। ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ বিভিন্ন বিল থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ও গোপালপুর ইউনিয়নের বিভিন্ন বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের উপস্থিতিতে উদ্ধারকৃত এসব চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিভিন্ন বিল থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এসব জাল টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের উপস্থিতিতে পাটগাতী ও গোপালপুর ইউনিয়ন পরিষদের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।