বাসস
  ২৯ আগস্ট ২০২৫, ১৭:২৮

গাজীপুরের ধর্ষণ মামলার আসামি ফরিদপুরে গ্রেফতার

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার মূল আসামি পারভেজ চোকদারকে (৩০) ফরিদপুরের নিখুরদী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 

অভিযোগ অনুযায়ী, গত ২৫ আগস্ট পারভেজ চোকদার প্রেমের সম্পর্ক ও বিয়ের আশ্বাস দিয়ে ভিকটিমকে (১৯) গাজীপুর চৌরাস্তা এলাকায় নিয়ে যায়। পরের দিন বিভিন্ন স্থানে ঘোরাঘুরির এক পর্যায় রাত আনুমানিক ১১টায় কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী মোজারমিল এলাকার একটি নির্জন স্থানে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ২৮ আগস্ট ভিকটিম কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কাশিমপুর থানায় মামলা দায়ের হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল কোতয়ালী থানাধীন নিখুরদী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

র‌্যাব-১০ জানিয়েছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে তারা সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।