শিরোনাম
রাজবাড়ী, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজবাড়ী সদর উপজেলায় নদীপারের শিক্ষার্থীদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
উপজেলার মিজানপুর ইউনিয়নের মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃহস্পতিবার ৩৮টি জ্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া হক।
ইউএনও সামিয়া হক বলেন, প্রতিদিন শিশুদের নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় তারা সাঁতার না জানলেও নৌকায় ওঠতে বাধ্য হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। এ কারণেই শিশুদের নিরাপত্তা নিশ্চিতে বিনামূল্যে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকসেদ আলী জানান, এই উদ্যোগ শিশুদের সচেতন করবে। একইসঙ্গে নিয়মিত স্কুলে হাজির হওয়া নিশ্চিত করবে। তারা জ্যাকেট ব্যবহারে অভ্যস্ত হবে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, নদী তীরবর্তী চর এলাকার ছেলে-মেয়েরা যাতে ঝড়-বৃষ্টি বন্যা মৌসুমেও জীবন সংকটের মধ্যে না পড়ে সে জন্যই সরকারের এমন উদ্যোগ।
অনুষ্ঠানের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা পর্যায়ক্রমে নদী তীরবর্তী সব এলাকার শিশুদের হাতে লাইফ জ্যাকেট পৌঁছে দিতে সরকারের কাছে অনুরোধ করেন।