বাসস
  ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৩

ফটিকছড়িতে কৃষকের ফাঁদে আটকালো মেছোবাঘ

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়িতে মুহাম্মদ ইয়াকুব নামে এক কৃষকের পাতানো ফাঁদে আটকা পড়েছে একটি মেছোবাঘ।

আজ শুক্রবার সকালে ইয়াকুব দেখতে পান তার ফাঁদে আটকে আছে মেছোবাঘটি। বন্যপ্রাণিটি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় কৃষক ইয়াকুব জানান, প্রতিরাতে তার পালিত হাঁস-মুরগি খেয়ে ফেলত। তাই সে ফাঁদ পেতেছিল। ওই ফাঁদেই আটকালো বাঘটি। এর ওজন আনুমানিক ১৫ কেজি।

বিষয়টি নিশ্চিত করে নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে এটিকে মেছোবাঘ বলেই মনে হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চেীধুরী জানান, প্রাণিটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। আহত না হলেও প্রাণীটির চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।