শিরোনাম
মাগুরা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় সদর উপজেলার আন্তঃবিদ্যালয় বিতর্ক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানি ময়দানে গিয়ে শেষ হয়। এতে সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, খুলনা অঞ্চলের বিশিষ্ট বিতার্কিক ব্যক্তিত্ব তাকদিরুল গনি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
বক্তারা বলেন, গান, অভিনয়, নাটক কিংবা আবৃত্তির মতো শিল্পকর্মের বাইরে বিতর্ক একটি অনন্য স্বাধীন শিল্প। এর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তভাবে নিজেদের চিন্তাভাবনা ও যুক্তি প্রকাশ করতে পারে। বিতর্ক শুধু প্রতিভার বিকাশই ঘটায় না, বরং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায়, যুক্তি বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাস জাগ্রত করে।
দিনব্যাপী আয়োজিত এ উৎসবে শিশুদের পরিবেশনায় আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, মাধ্যমিক শিক্ষার্থীদের সনাতনী বিতর্ক ও তাৎক্ষণিক বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সহযোগিতা করে মাগুরা আদর্শ বিতর্ক সংঘ।
দিনব্যাপী এ উৎসব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।