বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৪:১৭

চুয়াডাঙ্গায় ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গায় ‘ নতুন কুড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে অবহিতকরণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় বাংলাদেশ টেলিভিশনের সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠান ‘নতুন কুড়ি’-২০২৫ প্রতিযোগিতার সফল বাস্তবায়নে অংশীজনদের সমন্বয়ে অবহিতকরণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে  ১১টায় জেলা প্রশাসক কার্য়ালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, তথ্য অফিসার শিল্পী মন্ডল ও   শিশু বিষয়ক কর্মকর্তা আফসান ফেরদৌসীসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক  বলেন,  যারা প্রশিক্ষক আছেন আপনারা শিক্ষার্থীদের অনুপ্রানিত করবেন সবাই যেনো প্রতিযোগিতায় অংশগ্রহন করে। স্টেজ পারফর্ম করা আর প্রতিযোগিতায় অংশগ্রহন করা এক না। অনলাইনে আবেদন করা যাবে এবং ভেনুত্যে গিয়েও আবেদন করা যাবে।  

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া তিন জেলার প্রতিযোগিরা কুষ্টিয়া ভেন্যুতে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে  প্রতিযোগিতা অংশ নিবেন। 

প্রতিযোগিতায় ক শাখায় বয়স সীমা ৬ থেকে ১১ বছর এবং  খ শাখায় বয়স সীমা ১১ থেকে ১৫ বছর পর্যন্ত ছেলে-মেয়েরা  অভিনয়, নৃত্য ও সঙ্গীতে আবেদন করতে পারবে।