বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ১৯:৩৩

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্যতালিকা না থাকায় জরিমানা। ছবি : বাসস

ঝিনাইদহ, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলা সদরে আজ খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ ও পণ্যের মূল্যতালিকা না থাকায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের আরাপপুর চানপাড়া এলাকায় হিরা বেকারি নামের একটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। 

সহকারী পরিচালক নিশাত মেহের জানান, হিরা বেকারিতে অভিযানকালে প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য এবং অন্যান্য তথ্য উল্লেখ না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার-সহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।