শিরোনাম
টাঙ্গাইল, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলা সদরে আজ চিংড়ি মাছের খোলশের ভিতরে জেলি দিয়ে বাজারজাত, মুরগি বিক্রির সময়ে ওজনে কম দেওয়া এবং নকল কসমেটিক বিক্রির অপরাধে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে জেলা শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাব রোডে অভিযানকালে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।
জেলায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জেলা শহরের পার্ক বাজারে চিংড়ি মাছে খোলশের ভিতরে জেলি দিয়ে বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে ১৫ হাজার টাকা, মুরগি বিক্রির সময়ে ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা এবং নকল কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তাজ কালেকশন কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় টাঙ্গাইল পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।