বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ১৬:২২

চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা বিষয়ক কর্মশালা

বুধবার জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল-ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল আল নাসের বক্তব্য রাখেন। 

পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউএনডিপি’র প্রকল্প ব্যবস্থাপক কামাল হোসেন। 

এ সময় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-সহ ইউনিয়নের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাইলটিং কর্মসূচিভুক্ত চুয়াডাঙ্গা জেলায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার  থেকে শুরু  হচ্ছে।