শিরোনাম
পিরোজপুর, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নাজিরপুর উপজেলায় আজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৪টি অসহায় পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা বাবদ দু্ই লাখ ৫৮,০০০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাষ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপকারভোগী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহায়তা আমাদের ঘর মেরামতে খুবই কাজে আসবে।