শিরোনাম
খুলনা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) জেলা শাখার আহ্বায়ক খান মাহতাব আহমেদ।
দেশের ৬৩টি জেলায় ফার্মেসি কাউন্সিলের কোর্স চালু থাকলেও শুধুমাত্র খুলনায় প্রায় দেড় বছর ধরে কোর্সটি চালু নেই। এমতাবস্থায় প্রকৃত ওষুধ ব্যবসায়ীদের অনেক প্রতিকুল অবস্থায় যেমন পড়তে হচ্ছে তেমনি নতুন নতুন ফার্মেসি লাইসেন্সও কেউ করতে পারছেন না। যেটি ওষুধ ব্যবসার অন্তরায় হয়ে পড়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সর্বক্ষেত্রে এমআরপি বাস্তবায়নের দাবিতে নগরী ও জেলাব্যাপী প্রচারণা চালানো, মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানীকে ফেরত নেওয়ার দাবিতে কোম্পানীর প্রতিনিধি তথা ম্যানেজার ফোরাম, এক্সিকিউটিভ ক্লাব, ফারিয়া নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়,মোবাইল কোর্টের নামে অহেতুক হয়রানী যাতে না করা হয় সেজন্য ঔষধ প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে পৃথক মতবিনিময়, অতি দ্রুত যাতে খুলনায় ফার্মেসি কাউন্সিলের কোর্স চালু করা যায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা, বিসিডিএস’র ভোটার তালিকা হালনাগাদ করা এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মো. নুরুল হক বাহার, মো. আব্দুল লতিফ শেখ, আনিসুর রহমান লিটু, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, হেদায়েতুল ইসলাম পলাশ, মো. হাফিজুর রহমান, মো. হাফিজুর রহমান, মো. নুরুজ্জামান, আব্দুল মালেক মোড়ল, আবিদ উজ্জামান, মো. আনোয়ার হোসেন, মো. তৌফিক হোসেন প্রমুখ।