বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৩:২৩

রাঙ্গামাটিতে পরিচ্ছন্ন  শহর, পরিচ্ছন্ন গ্রাম কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা

ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৬ আগস্ট ২০২৫(বাসস): জেলায় আজ পরিচ্ছন্ন  শহর পরিচ্ছন্ন গ্রাম কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার  বেলা সাড়ে ১১টায়  জেলা প্রশসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন পারভেজ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার  নাদিরা নুর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক প্রমুখ।

সভায় পর্যটন জেলা রাঙ্গামাটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।