বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১২:৩২

কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যার্ত মানুষের পাশে যুবদল

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়ে দুর্ভোগের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল-এর সৌজন্যে গতকাল ত্রাণ সামগ্রী বিতরণ এবং বন্যার্ত মানুষের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।