শিরোনাম
রাজবাড়ী, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খলিলুর রহমান ওরফে খুলু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাজ শেখকে (২৭) আজ সোমবার গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২২ সালের ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাকলা ইউনিয়নের চর মৌকুড়ী গ্রামের কাদেরিয়া মসজিদের পাশে খলিলুর রহমান (৬০) অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম পরদিন গোয়ালন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালের ১৩ জুন মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত কার্যক্রমের পর এ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। অবশেষে সিআইডি রাজবাড়ীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে প্রধান সন্দিগ্ধ আসামি মিরাজ শেখকে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পর মিরাজ শেখকে রাজবাড়ী আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।