বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৮:৩৭

নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত 

ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা শহরের জয়নগরে সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে ইপিআই ভবনে গিয়ে শেষ হয়। 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইপিআই ভবনের হলরুমে সিভিল সার্জন ডাক্তার গোলাম মাওলা নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ইকরামুল হাসান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃসদন) চিকিৎসক ডাক্তার কৃপানাথ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার, মেডিকেল অফিসার রাব্বি আলম প্রমুখ।

বক্তরা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। সুস্থ জাতি গঠনে মায়ের দুধের বিকল্প কিছু নেই, তাই মাতৃদুগ্ধের ওপর জোর দেওয়া প্রয়োজন। এজন্য সচেতনতা তৈরি করতে হবে। সপ্তাহব্যাপী মা ও শিশুর পুষ্টিগুণ বিষয়ে সচেতনতা কার্যক্রম চলবে বলেও জানান চিকিৎসকরা।