বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ১৮:২৩

রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের 'গণগৌর' উৎসব উদযাপন

ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় বসবাসরত গুর্খা সম্প্রদায় এই প্রথমবারের মতো আয়োজন করেছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান 'গণগৌর' উৎসব।

এই উৎসব মূলক গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীকে পূজো করে আর্শিবাদ নেয়াকে বুঝায়।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেল রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয় মিলনায়তনে সুর নিকেতন সংগীত শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়। 

সকালে গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীর পূজো করে আরতি করেন। এর পরপরই মহিলারা সবাই দল বেঁধে ঐতিহ্যবাহী গান এবং নাচ করে। একে অন্যের ভ্রাতৃত্ববোধ যাতে সুদৃঢ় হয়ে ওঠে তার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

'গণগৌর' উৎসব মূলত নেপালে পালিত হয়। এছাড়া ভারতের কিছু অঞ্চলে বিশেষ করে রাজস্থানে, একই রকম উৎসব পালন করা হয়। এই উৎসব গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে জানান আয়োজকরা।