শিরোনাম
চট্টগ্রাম উত্তর (হাটহাজারী), ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ সোমবার মধুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক মৎস্য প্রজনন খ্যাত হালদা নদীর মধুনাঘাট কাটাখালি শাখা খালে ভাসমান অবস্থায় মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি তারা দ্রুত নৌ পুলিশকে জানালে পুলিশ গিয়ে ডলফিনটি উদ্ধার করে।
হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা রামদাশ মুন্সিরহাট নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডলফিনটি হালদা নদীতে ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে কি কারণে ডলফিনটি মারা গেছে তা বিস্তারিত পরে জানানো হবে।