শিরোনাম
নাটোর, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): মৎস্যভান্ডার হিসেবে খ্যাত নাটোরের সিংড়ার চলনবিলে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে চলনবিল পয়েন্ট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এ মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দুটি উন্মুক্ত জলাশয় ডাহিয়া ও পাটকোল বিল এলাকা এবং আটটি প্রাতিষ্ঠানিক পুকুরে ৪২৮ কেজি রুই জাতীয় ও দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে।