শিরোনাম
নওগাঁ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ১৪জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
উপজেলার ৮টি ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪জন ডিলার নির্বাচিত হন।
ডিলার নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডিলার নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই। যেহেতু উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি। তাই এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।