শিরোনাম
রংপুর ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ঘাগট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা ও তাদের ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, রেজা কিবরিয়া ও পরাগ নামের দুই ব্যক্তি ঘাগট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে রংপুর জেলা সদর থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মেশিন ও সরঞ্জামাদি থানায় নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।