শিরোনাম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ ও গাজীপুরের দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। এরমধ্যে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালিপাড়া, গোপালগঞ্জ’ কে ‘পল্লি উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’ নামে নামকরণ করা হয়েছে। একইভাবে গাজীপুরের ‘শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী’র নাম ‘নারী প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর’ করা হয়েছে।
আজ রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও নথিপত্রেও নতুন নাম সংযুক্ত করতে হবে।