শিরোনাম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে।
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল আজ (২৪ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
পুনঃমূল্যায়নের ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট এ প্রবেশ করে জানা যাবে।