শিরোনাম
রংপুর, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর (গবরা) গ্রামে অভিযান চালিয়ে থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঝরনা বেগম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গতকাল শনিবার দিবাগত রাতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন মোহাম্মদ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ঝরনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৩ টি মোবাইল ফোন এবং ইয়াবা ট্যাবলেটসহ ৮৭ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে, পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।