বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ২০:৫০

হাজী সেলিম ডিগ্রি কলেজের নতুন নাম ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের নামে থাকা ‘হাজী সেলিম ডিগ্রি কলেজ’ এখন থেকে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ নামে পরিচালিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।  

অফিস আদেশে বলা হয়েছে, সিন্ডিকেটের ২৬৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ করায় ঢাকা জেলাস্থ হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘মেট্রোপলিস কলেজ, ঢাকা’ নামে পরিচালিত হবে।