বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৮:৫৩

রাজধানীর হাতিরঝিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার 

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ঢাকা মহানগর ২২ নম্বর ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মিজানুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। 

সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।