শিরোনাম
কুমিল্লা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চান্দিনায় ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের ছয়ঘরিয়া এলাকায় মালবাহী কাভার্ডভ্যানের পেছনে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি মো. রুহুল বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।