বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৮:৩০

চট্টগ্রামে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা

চট্টগ্রাম, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। 

আজ নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর ও কালামিয়া বাজার এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল বার বার ব্যবহার ও মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মিয়াখান নগর এলাকার আলবেনী বেকারি কারখানাকে ৩৫ হাজার টাকা ও কালামিয়া বাজার এলাকার সুইটস হাঙ্গারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।