শিরোনাম
নেত্রকোণা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধের লক্ষ্যে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি উপলক্ষে অভিযোগ গ্রহণ শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ নেত্রকোণার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে।
রোববার দুপুরে এ বুথ উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্নীতি দমন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে গণশুনানির জন্য আগামী সাতদিন পর্যন্ত নেত্রকোণার জেলা প্রশাসকের অফিস, রেজিস্ট্রার অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, এসিল্যান্ড অফিস ও হাসপাতালের সামনে স্থাপিত বুথে আগামি ৫ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হবে ।
অভিযোগ যাচাই-বাছাই শেষে আগামি ৭ সেপ্টেম্বর জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হবে।