বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৬:২৩

সেনা, নৌ ও বিমান বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিটি গঠন

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে সরকার।

সম্প্রতি এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনী বিভাগ। এতে সই করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেন্যান্ট জেনারেল (প্রিন্সিপাল স্টাফ অফিসার) এস এম কামরুল হাসান।

লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের কমিটিতে ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন ও ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।

কমিটিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বেতন-ভাতা, অবসর সুবিধা, পারিবারিক পেনশনসহ বিভিন্ন আর্থিক সুবিধার সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এই কমিটি গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশনের সঙ্গে ‘সমন্বয় ও নিবিড় যোগাযোগ’ রক্ষা করে কাজ করবে। এছাড়া বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা যৌক্তিকীকরণ এবং বেতনক্রমের অসঙ্গতি দূর করতে সুপারিশ জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে তিন বাহিনীর জন্য পৃথক সাব-কমিটি গঠন করতে পারবে এবং যে কোনো সংস্থা বা ব্যক্তির সহায়তা নিতে পারবে। এছাড়া জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য নিরসন ও সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ দায়িত্ব বিবেচনায় নিয়ে সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

গত ২৪ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো করতে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত ওই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।