বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৬:২১

সাতকানিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

চট্টগ্রাম, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে কেঁওচিয়া এবং ঢেমশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম দুলু (৪৮) ও এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন (৩৬)।

ওসি জানান, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দু’জন রাজনৈতিক মামলার আসামি এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।