বাসস
  ২২ আগস্ট ২০২৫, ১৩:৫২

ঝালকাঠি ডিসির কারাগার পরিদর্শন, হাজতিদের দিলেন বই ‎

ছবি: বাসস

ঝালকাঠি, ২২ আগস্ট ২০২৫ (বাসস): ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাজতি ও কয়েদিদের বই উপহার দিয়েছেন।  

বৃহস্পতিবার বিকেলে পরিদর্শনকালে তিনি কয়েদি ও হাজতিদের জন্য কারা লাইব্রেরিতে বিভিন্ন প্রকার বই উপহার দেন।

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এসব বই প্রদান করা হয়। 

জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এ সময় তিনি বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এখানকার মানুষদের সংশোধন ও সমাজে পুনর্বাসনের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষা ও বই অপরিহার্য।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপারসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।