বাসস
  ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৬

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কুয়েত প্রবাসীর মৃত্যু

নোয়াখালী, ২২ আগস্ট ২০২৫ (বাসস): নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাজেরগো বাড়িতে এ ঘটনা ঘটে।

সাইফুল একই বাড়ির আলী আকবরের ছেলে। চারদিন পর তার কুয়েত যাওয়ার ফ্লাইট ছিল। 

চরহাজারীর বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর  আগে কুয়েত যান সাইফুল। ২-৩ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় কুয়েত যাওয়ার ফ্লাইট ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।