বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৮:৩৮

কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 

ছবি : বাসস

কুমিল্লা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০  কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মো. কাউছার (২৮), একই গ্রামের সিন্টু মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া (৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মো. মাছুম (১৯)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এসআই নিংওয়াই মারমা তার  ফোর্স নিয়ে ঘোড়াশাল-শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।