বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৭:৫৯

মুন্সীগঞ্জে মাদকসহ যুবক আটক

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ইয়াবাসহ সোহেল বেপারী (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোহেল বেপারী জেলার সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ উপজেলার কুন্ডেরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ সোহেল বেপারীকে আটক করা হয়। 

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুর ইসলাম বলেন, সোহেল বেপারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।