বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৭:২৮

মুন্সীগঞ্জে বেকারির মালিককে জরিমানা

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে চয়েস বেকারির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় উপজেলার চক বাজারে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযান পরিচালনাকালে অপরিষ্কার ও নোংরা পরিবেশে  বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্য প্রস্তত করার দায়ে চয়েজ বেকারির মালিক আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক।