শিরোনাম
টাঙ্গাইল, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের নাগরপুরে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে নাম পরিচয় জানা যায়নি।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে মোকনা ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেনের ফোনে জানতে পারি, কোনড়া বিলে একজনের লাশ ভাসমান অবস্থা রয়েছে। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে নিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।