বাসস
  ২১ আগস্ট ২০২৫, ১৬:৩৭

ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা

পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা। ছবি : বাসস

ঝিনাইদহ, ২১ আগস্ট ২০২৫ (বাসস): নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি রোধে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় পলিথিন মজুদ ও বিক্রি করার দায়ে তিনটি দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিতলী ও চাঁদপুর বাজারে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টিম এ অভিযান চালায়।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ, নমুনা সংগ্রহকারী মো. কামরুজ্জামান এবং হিসাবরক্ষক আকরাম হোসেন। জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।