শিরোনাম
টাঙ্গাইল, ২১ আগস্ট ২০২৫ (বাসস): টাঙ্গাইলের ভঞাপুরে নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ভঞাপুর উপজেলা শহরের পুরাতন কাঁচা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হাসান।
তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার অপরাধে ডিম ব্যবসায়ী সাইফুল ইসলাম ও জাকির হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্য মূলের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।