শিরোনাম
জয়পুরহাট, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে।
এছাড়া শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় শহরের সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবাইদুর রহমান চন্দন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ছিলেন।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপত্বিতে সমাবেশে হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, শহর বিএনপি সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি তানজির আল-ওহাব, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস মতিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।