বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৯:৩৬

শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

শেরপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): শেরপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মৃগী নদী থেকে ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম আবদুল জলিল (১৬)। সে কুঠুরাকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে। চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো জলিল।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শেরপুর সদরের লছমনপুর ইলশা এলাকায় মৃগী নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় পানির স্রোতে দুই বন্ধুকে ডুবে যেতে দেখলে কিশোর জলিল দুইজনকে উদ্ধার করে। এরপর নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। পরে শেরপুর ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টা চালায়। কিন্তু তাকে উদ্ধার করা যায়নি।

আজ বিকেলে মরদেহটি ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে জলিলের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।