শিরোনাম
টাঙ্গাইল, ১৭ আগস্ট ২০২৫ (বাসস): টাঙ্গাইলে এক ঠিকাদারের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ। তিনি বলেন, আজ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৭) এবং বাঘিল ইউনিয়নের মৃত আবু সাইদের ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জ্বল হোসেন (৩৮)।
ওসি তানবীর আহমদ জানান, শনিবার মধ্য রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় রানার স্ত্রী মীরা আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।