বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৭

শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

শেরপুর, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : সংবাদ প্রকাশের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিকের উপর হামলার ঘটনার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা একজন।

গ্রেপ্তার তিনজন হলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ।

আজ রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এজাহারে সূত্রে জানা যায়, আসামি মো. রাসেল আন্তজেলা চোরাকারবারি ও মাদকচক্রের সক্রিয় সদস্য। সম্প্রতি রাসেলের নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার বৃদ্ধি পাওয়ার পরও স্থানীয় লোকজন তার ভয়ে মুখ খুলতে পারেনি। 

পরে তথ্য উপাত্ত সংগ্রহ করে দৈনিক ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মো. খোরশেদ আলম। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার রাতে সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলা চালান রাসেল ও সহযোগীরা। এতে গুরুতর আহত হন খোরশেদ আলম। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনায় পরদিন ঝিনাইগাতী থানায় হত্যাচেষ্টার মামলা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

 

Page Load Time : 0.01 SEC