বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৮:০০

গোপালগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

গোপালগঞ্জ, ১৭ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে বাদল গাইন (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার হাজরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বাদল গাইন ওই গ্রামের বাবুল গাইনের ছেলে ও হাজরাবাড়ি-টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদল গাইন বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পনিতে তলিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন পুকুর থেকে ডুবন্ত অবস্থায় বাদলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।