শিরোনাম
সাতক্ষীরা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয়তলায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক এডভোকেট আকবর আলী’র সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জজকোর্টের পিপি এডভোকেট আব্দুস সাত্তার।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য সচিব এডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এডভোকেট আলমগীর আশরাফ, জিপি অসীম কুমার মন্ডল, এডভোকেট এ বি এম সেলিম, এডভোকেট মোস্তফ জামান, এডভোকেট আবু সাইদ রাজা প্রমুখ।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।