শিরোনাম
পটুয়াখালী, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ৫ পৌরসভা টপকিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সবার শীর্ষে রয়েছে বাউফল পৌরসভা। বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আমিনুল ইসলামের তত্বাবধানে বাউফল পৌরসভা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সম্বনয় সভায় বাউফল পৌরসভাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা পৌরসভা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সুত্রে জানা যায়, জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমন্বিত হারে বাউফল পৌরসভার অর্জন ১২৬ শতাংশ, যা বছরের সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছে, পটুয়াখালী পৌরসভা, তাদের অর্জন ৯৫ শতাংশ, গলাচিপা, কুয়াকাটা এবং কলাপাড়া পৌরসভা যথাক্রমে অবস্থান তৃতীয় ৮০ শতাংশ, চতুর্থ ৬৩ শতাংশ ও পঞ্চম ৪৩ শতাংশ।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বাসসকে বলেন, ‘জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বাউফল পৌরসভা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে।
তিনি বলেন, সেরা হওয়াটা অবশ্যই দারুণ আনন্দের এবং অনেক খুশির। এই কৃতিত্ব আমার একার নয়। এটা বাউফল পৌরবাসীর সাফল্য। পটুয়াখালীর জেলা প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে।’
পটুয়াখালী জেলা প্রশাসক বাসসকে বলেন, ‘বাউফল পৌরসভা জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম হয়েছে। গত জুলাইয়ে তারা বেশ তৎপর ছিলো। এই অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য আমি বাউফলের পৌর প্রশাসক তথা ইউএনওসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, এই অসাধারণ পারফরমেন্স করার জন্য বাউফল পৌর প্রশাসক আমিনুল ইসলামকে আমাদের পক্ষ থেকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। একইসাথে আমি পৌরবাসীকেও অভিনন্দন জানাই।’