শিরোনাম
বাগেরহাট, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টায় শহরের স্বাধীনতা উদ্যানে নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ,নির্বাহী সদস্য এ্যাড, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,ব্যারিস্টার জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ,বি এনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার ।
এছাড়া ছাত্রদল, যুবদল, তাতিদল,জাসাস,কৃষকদল, ওলামা দল সহ বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ধর্মীয় সম্পাদক মাওলানা মো.আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক হাদিউজ্জামান হিরো।
এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলার ৯ টি উপজেলা ও ৩ টি পৌরসভা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্বাস্থ্য,দীর্ঘজীবন কামনা করা হয়।