শিরোনাম
নাটোর, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : নাটোরের দুঃখ হিসেবে পরিচিতি পাওয়া নারদ নদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
দখল আর দূষণে ৪৩ কিলোমিটার দৈর্ঘের এক সময়ের খরস্রোতা নারদ এখন প্রাণ হারিয়ে শীর্ণকায় নালায় পরিণত হয়েছে। মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
জেলা প্রশাসক আসমা শাহীন গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরআগে গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।
কর্ম পরিকল্পনায় সিদ্ধান্ত হয়, শহরের মধ্যে প্রবাহিত ছয় কিলোমিটার নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে কচুরীপানার আগ্রাসী ছয়টি পয়েন্টে এই কাজ জোরদারভাবে করা হবে। স্থানীয় এই উদ্যোগে অর্থায়ন করবে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, নাটোর পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
আজ শুক্রবার সকালে নারদ নদের লিয়াকত ব্রীজ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন এই কার্যক্রম তত্ত্বাবধান করেন।
২০ জন শ্রমিক পরিষ্কারকরণ কার্যক্রম শুরু করেছেন। পরিচ্ছন্ন কর্মী রইস উদ্দিন জানান, নারদের কালো পানিতে পচা দুর্গন্ধ। গা চুলকাচ্ছে। তারপরও আমরা কচুরীপানার পাশাপাশি প্লাষ্টিক ও পলিথিনের বিভিন্ন বর্জ্য অপসারণ করছি।
নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক জানান, পৌরসভার টিম পরিষ্কারকরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছে। বিরুপ পরিবেশ সত্ত্বেও আমরা চাই সর্বোত্তম কাজ হোক।
পানি উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এবং সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা চেষ্টা করছি নারদের শহরের অংশটুকুকে পরিষ্কার করতে। পরবর্ত্তীতে আমাদের প্রস্তাবিত প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুমোদিত হলে বৃহত্তর পরিসরে নারদের অবৈধ দখলমুক্ত করে খনন কাজ শুরু করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই এই মুহুর্তে নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই যুগোপযোগী। জেলার স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রমে সহযোগিতা দিয়ে যাবে।
জেলা প্রশাসক বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসন স্থানীয়ভাবে সকলের সহযোগিতায় নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করছে। পরবর্ত্তীতে নারদের অবৈধ দখলমুক্ত এবং দূষণ রোধে প্রকল্প বাস্তবায়নসহ সৌন্দর্যবর্ধণের কাজ করা হবে। নারদ নদ কেন্দ্রীক নাটোরবাসীর দুঃখ ঘোচাতে আমরা কাজ করে যাবো।