বাসস
  ১৫ আগস্ট ২০২৫, ১৩:২৫

মোংলায় বাঁধ ভেঙে ডুবেছে গ্রাম, ফসলি জমি 

প্রতীকী ছবি

আজাদ রুহুল আমিন

বাগেরহাট, ১৫ আগস্ট ২০২৫ (বাসস): কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বাগেরহাটের মোংলার বিভিন্ন এলাকায় পশুর নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রবল স্রোতে চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে অসংখ্য বাড়ি-ঘর, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

‎স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বেড়ি বাঁধের একটি অংশ ধসে পড়ে।  এতে মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের কয়েকটি গ্রাম। পানির তোড়ে নদীতে ভেসে গেছে ঘেরের মাছ, ক্ষেতের সবজি ও গবাদিপশু। দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা।

‎তারা আরও জানান, এরইমধ্যে ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  

জালচিরা গ্রামের মৎস্যচাষী মো. মিঠুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। 

‎চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না করা হয়, তাহলে আরও বড় বিপর্যয় নেমে আসবে।

‎এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার সুমী বাসসকে  জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।