শিরোনাম
খাগড়াছড়ি, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার রামগড় উপজেলায় আজ মেয়াদহীন, মিসব্রান্ডেড ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকালে পৌর এলাকার সোনাইপুল বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মেয়াদহীন, মিসব্রান্ডেড ও অননুমোদিত প্রসাধন সামগ্রী বিক্রির অপরাধে রংধনু ও আরিশা- নামের দুইটি বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।