বাসস
  ১২ আগস্ট ২০২৫, ১৭:৩৫

নরসিংদীতে জাতীয় যুব দিবস পালিত 

আজ মঙ্গলবার নরসিংদীতে জাতীয় যুব দিবস পালিত । ছবি : বাসস

নরসিংদী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘প্রযুক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতা অগ্রসারণে যুবসমাজ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনাসভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নরসিংদী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুখলেসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন সৈয়দ ডা. আমিরুক হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। 
 
পরে অতিথিরা আমন্ত্রিত উদ্যোক্তাদের হাতে যুব ঋণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।